২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার বোর্ড পরীক্ষায় বসার বিকল্প

Written by SNS February 21, 2024 4:46 pm

দিল্লি, ২১ ফেব্রুয়ারি– পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতেই অভিনব পরিকল্পনা কেন্দ্রের৷ সেই পরিকল্পনা অনুসারে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার করে হবে বোর্ড পরীক্ষা৷ অর্থাৎ, আগামিদিনে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বছরে দু’বার বোর্ড পরীক্ষায় বসার বিকল্প পাবে৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিতে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা বলা হয়েছিল৷ সেই প্রস্তাব অনুসরণ করেই বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন পড়ুয়ারা যাতে অ্যাকাডেমিক ভাবে এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ পায়, তাই দশম এবং দ্বাদশ শ্রেণি, উভয় ক্ষেত্রেই দুই দফায় বোর্ড পরীক্ষা হতে পারে৷ বছরে দু’বার বোর্ড পরীক্ষা হলে এই দুই পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় পড়ুয়ারা বেশি নম্বর পাবে, সেটাকেই প্রাপ্ত নম্বর হিসাবে ধরা হবে৷ অবশ্য সমস্ত পরীক্ষার্থীর জন্যই নতুন ব্যবস্থা বাধ্যতামূলক নয়৷ অর্থাৎ, দু’বারই পরীক্ষা দিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা থাকবে না৷ নয়া পদ্ধতিতে কোনও পড়ুয়া যদি মনে করে যে সে পুরোপুরিভাবে তৈরি আছে আর প্রথম পরীক্ষায় যে নম্বর তুলেছে, সেটাই ঠিক আছে তবে তার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার নেই৷
কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘গত বছরের আগস্ট মাসে শিক্ষা মন্ত্রকের দ্বারা ঘোষিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুসারে, শিক্ষার্থীদের ভালো করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ নিশ্চিত করতেই বছরে অন্তত দু’বার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পড়ুয়ারা যাতে এটা না ভাবেন যে তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, তার জন্যেই দু’বার বোর্ড পরীক্ষার কথা ভাবা হচ্ছে৷ এতে পড়ুয়াদের কাছে সুযোগও বাড়বে৷ একটা পরীক্ষা খারাপ হলেও পরের পরীক্ষায় তা শুধরে নিতে পারবেন তাঁরা৷’