অন্ধ্রপ্রদেশে পথ দুর্ঘটনায় দুই ডিএসপি অফিসারের মৃত্যু

অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা শাখার দুই ডিএসপি (ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) শনিবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৪টে ৪৫ নাগাদ কাইথপুরম গ্রামের কাছে পুলিশ অফিসারদের গাড়িটি প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুই ডিএসপির মৃত্যু হয়। নিহতদের নাম চক্রধর রাও ও শান্তা রাও। তাঁরা হায়দরাবাদে একটি মামলার তদন্তের জন্য যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি নির্ধারিত লেন ছেড়ে অন্যদিকে চলে আসায় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই পুলিশ গাড়িতে ছিলেন নিহত দুই ডিএসপি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার দুর্গা প্রসাদ ও গাড়িচালক নার্সিং রাও। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও গাড়িচালক, এবং তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চৌটুপ্পাল থানার ইনস্পেক্টর জি. মনমাধা কুমার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর গোটা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। এটি অন্ধ্রপ্রদেশ পুলিশের জন্য এক বড় ক্ষতি এবং এই দুর্ঘটনার তদন্তে সকল দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ-প্রশাসনের তরফে জানানো হয়েছে।