• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

জম্মুতে বিস্ফোরণে মৃত ২ সেনা জওয়ান

নওশেরা সেক্টরে কালাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি

প্রতিনিধিত্বমূলক চিত্র

জম্মু ও কাশ্মীরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনার এক ক্যাপ্টেন এবং এক জওয়ানের। মঙ্গলবার সেনার তরফে জানানো হয়েছে, কাশ্মীরের আখনুর সেক্টরে জঙ্গি দমন অভিযানে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয় ২ জওয়ানের। আরও একজন আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। সেই সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গি এবং বিস্ফোরকের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। অনুমান করা হচ্ছে, জঙ্গিরাই আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল।

 
সরকারি সূত্রে খবর, ভাট্টাল এলাকায় বিকেল সাড়ে তিনটে নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাবাহিনী তখন সেখানে টহল দিচ্ছিলেন।লালেয়ালি নামের একটি জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১ জন সেনার ক্যাপ্টেন। এই ঘটনার পরেই ওই এলাকায় বাড়ানো হয় সেনার সংখ্যা। জঙ্গিদের খোঁজে এবং বিস্ফোরক উদ্ধারে শুরু হয় তল্লাশি অভিযান। আহত সেনা এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। 

সোমবার রাজৌরি জেলায় এলওসি-তে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন এক সেনা জওয়ান। নওশেরা সেক্টরে কালাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সাধারণতন্ত্র দিবস উদযাপনের আগে ২৫ জানুয়ারি ভোরে জম্মু ও কাশ্মীরে কাঠুয়া জেলা উত্তপ্ত হয়ে ওঠে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে। জঙ্গি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ যত বাড়ছে, ততই অতিরিক্ত তৎপর হয়েছে সেনাও। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাও।