সোমবার রাজৌরি জেলায় এলওসি-তে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন এক সেনা জওয়ান। নওশেরা সেক্টরে কালাল এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সাধারণতন্ত্র দিবস উদযাপনের আগে ২৫ জানুয়ারি ভোরে জম্মু ও কাশ্মীরে কাঠুয়া জেলা উত্তপ্ত হয়ে ওঠে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে। জঙ্গি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ যত বাড়ছে, ততই অতিরিক্ত তৎপর হয়েছে সেনাও। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাও।