উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা মণি পাওয়ার সম্প্রতি পূর্ব দিল্লির একটি গাড়ির শোরুমে দুর্ঘটনার শিকার হতেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়তেই অবশেষে প্রকাশ্যে আসতে বাধ্য হলেন ওই তরুণী। মণি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি বেঁচে আছি। আমার মৃত্যুর খবর যে ভাবে চারিদিকে রটানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিয়ো ঘুরছে, যেখানে আমার মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।’
মণি বলেন, এমনভাবে একজন জীবন্ত মানুষকে মৃত হিসেবে প্রচার করা এবং তা লাইক-শেয়ার হয়ে ছড়িয়ে পড়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি গাড়ি দুর্ঘটনার কথা স্বীকার করে আরও জানান, দুর্ঘটনার দিন পরিবারের সঙ্গে ২৭ লাখ মূল্যের এসইউভি গাড়ি কিনতে শোরুমে এসেছিলেন ঠিকই। সেই শোরুমটি ছিল দোতলায়। গাড়ি কেনার আগে প্রচলিত রীতিতে চাকার সামনে লেবু রাখা হয়েছিল। সেই লেবুর উপর দিয়ে গাড়ির চাকা গড়িয়ে দিতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোতলা থেকে নীচে পড়ে উল্টে যায়।
Advertisement
দুর্ঘটনায় গাড়িতে থাকা কেউই আহত হননি। তবে গাড়িটির ছাদ ভেঙে মাটিতে পড়েছিল এবং চাকাগুলিও খুলে উড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনার ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর সঙ্গে গাড়িতে থাকা ব্যক্তিদের নিয়েও নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করে। অনেকেই ধারণা করেন, চালক নিহত হয়েছেন।
Advertisement
চারপাশে গাড়ি দুর্ঘটনা নিয়ে জোর চর্চার মধ্যেই মণি নিজেই প্রকাশ্যে এসে জানান, তিনি মরেননি এবং সকলেই নিরাপদে আছেন। এই ঘটনার পর সমাজমাধ্যমে ছড়ানো ভুল তথ্যের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি কমাতে প্রকাশ্যে আসেন মণি পাওয়ার।
Advertisement



