• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মুক্তিপণ না পেয়ে ১২ বছরের কিশোরকে অপহরণ করে পুড়িয়ে হত্যা

টিউশন শিক্ষক পরিবারের লোকেদের জানান, সে সন্ধ্যা সাড়ে সাতটায় বেরিয়ে গিয়েছে।

প্রতীকী চিত্র

মুক্তিপণ না পেয়ে ১২ বছরের কিশোরকে অপহরণ করে পুড়িয়ে হত্যা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ১২ বছর বয়সের ওই কিশোরের পোড়া দেহাবশেষ পাওয়া যায়। শহরের কাছের এক জঙ্গল থেকে উদ্ধার করা ছেলেটির দেহ। দেহটি ভয়ঙ্করভাবে বিকৃত করে পুড়িয়ে মারা হয়েছিল।

জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাকে অপহরণ করেছিল। পুলিশ জানিয়েছে, ছেলেটি টিউশন ক্লাসে পড়তে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। বাড়ি না ফেরায় তার পরিবার অভিযোগ দায়ের করে থানায়। বেঙ্গালুরু পুলিশের মতে, নিশ্চিত নামে সপ্তম শ্রেণির ছাত্রটি আরেকের এলাকার বাসিন্দা। টিউশন ক্লাস থেকে ফেরার সময় তাকে অপহরণ করা হয়েছিল। কিশোরের বাবা একজন কলেজ শিক্ষক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার, ৩০ জুলাই বিকেল ৫টায় টিউশন ক্লাস করার জন্য সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ছেলেটি। তবে, রাত ৮ টার মধ্যে বাড়ি না ফেরায় তার পরিবার টিউশন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে। টিউশন শিক্ষক পরিবারের লোকেদের জানান, সে সন্ধ্যা সাড়ে সাতটায় বেরিয়ে গিয়েছে। এরপরেই পরিবারের তরফে খোঁজখবর শুরু হয়। এরপর হুলিমাভু থানা এলাকার আরিকেরে, শান্তিনিকেতন লেআউটের একটি পার্কে ছেলেটির পরিত্যক্ত সাইকেলটি পাওয়া যায়।

Advertisement

Advertisement