• facebook
  • twitter
Monday, 2 December, 2024

ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১০ সদ্যোজাত

উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। আটকে পড়া বেশ কয়েকটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। সম্ভবত শর্ট সার্কিটের কারণে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এনআইসিইউ ওয়ার্ডে ৫৪টি শিশু ভর্তি ছিল। আটকে পড়া বেশ কয়েকটি শিশুকে উদ্ধার করা হয়েছে। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও চলছে বলে জানিয়েছেন তারা।

ঝাঁসি মেডিক্যাল কলেজের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট শচীন মাহোর বলেন, এনআইসিইউ ওয়ার্ডে ৫৪টি শিশু ভর্তি ছিল। হঠাৎ অক্সিজেন কনসেনট্রেটরের ভিতরে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় কিন্তু ঘরে অক্সিজেন বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশুকে উদ্ধার করা হয়েছে। ১০টি শিশু মারা গিয়েছে এবং আহত শিশুদের চিকিৎসা চলছে।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধোঁয়ায় ভরা ওয়ার্ডের জানালা ভেঙে রোগীদের সরিয়ে নিতে যান।

ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, ওয়ার্ডে উপস্থিত কর্মীরা জানিয়েছেন, রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে। ৩৭টি শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সম্ভবত শর্ট সার্কিট থেকে শিশু ওয়ার্ডের দুটি ইউনিটের একটিতে আগুন লাগে। এনআইসিইউর বাইরের অংশে থাকা শিশুদেরও উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আমরা একটি কমিটি গঠন করেছি। বেশিরভাগ শিশুকে উদ্ধার করা হলেও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন রয়েছে।

ঝাঁসি পুলিশ জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। দমকল সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত সংখ্যক দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং উত্তরপ্রদেশের মুখ্য স্বাস্থ্যসচিব পার্থসারথি সেনশর্মা ঝাঁসির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঝাঁসির ডিভিশনাল কমিশনার ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ঝাঁসি জেলায় অবস্থিত মেডিক্যাল কলেজের এনআইসিইউতে দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি, মৃতদের আত্মার শান্তি পায়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।