• facebook
  • twitter
Friday, 15 August, 2025

বিশিষ্টদের মধ্যস্থতার প্রস্তাব  ফেরালেন জুনিয়র ডাক্তাররা

দুর্গা পুজোর আগে থেকে ধর্মতলায় অনশনে বসেছেন কয়েকজন জুনিয়র ডাক্তার। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনশনমঞ্চে তাঁদের সেই শূন্যস্থান পূরণ করতে নতুন করে অনশন শুরু করেছেন কয়েকজন চিকিৎসক।

রাজ্য সরকার ও জুনিয়র ডাক্তারদের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এবিষয়ে দুই পক্ষকে ইমেল পাঠানো হয়েছিল। কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়, মধ্যস্থতার প্রয়োজন নেই।
রাজ্যের অস্থির পরিস্থিতির অবসান ঘটিয়ে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আবেদন জানিয়েছেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা। রাজ্য সরকার তথা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দুপক্ষের কাছেই তাঁদের একই আবেদন ছিল। পাশাপাশি ইমেলে এও জানানো হয়েছিল, প্রয়োজন হলে অপর্ণারা মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। এছাড়াও অনশনকারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনশন প্রত্যাহার করার জন্য জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করেন তাঁরা।
বিশিষ্টজনদের এই সকল প্রস্তাব কার্যত ফিরিয়ে দিলেন আন্দোলনকারীরা। রবিবার রাতে ধর্মতলার অনশনমঞ্চ থেকে চিকিৎসক দেবাশিস হালদার জানান, মধ্যস্থতার প্রয়োজন নেই।  তিনি বলেন, ‘বিশিষ্টজনরা আমাদের পাশে রয়েছেন, তা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তবে তাঁরা আমাদের আর সরকারের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব রেখেছেন। দিনদিন অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা অনুরোধ করেছেন যাতে আমরা অনশন তুলে নিই।
তবে যারা এত বড় একটা আন্দোলনে নেমেছেন তাঁদের মনোবল এত দুর্বল নয়। অসুস্থ হলেও আমরা লড়াই থেকে কখনও সরে আসব না। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, আমাদের কোনও মধ্যস্থতার প্রয়োজন নেই। পাশে থাকুন, কিন্তু ব্যক্তিগত উদ্দেশ্য ও রাজনৈতিক পরিচয়কে বাদ দিয়ে থাকুন।’
দুর্গা পুজোর আগে থেকে ধর্মতলায় অনশনে বসেছেন কয়েকজন জুনিয়র ডাক্তার। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনশনমঞ্চে তাঁদের সেই শূন্যস্থান পূরণ করতে নতুন করে অনশন শুরু করেছেন কয়েকজন চিকিৎসক। আরজি কর কাণ্ডের বিচার সহ মোট ১০ দফা দাবিতে এখনও চলছে অনশন। এরই মধ্যে রবিবার রাতে কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের প্রথম চার্জশিট নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা। এর জেরে সোমবার আন্দোলনকারীরা রাজভবন অভিযান করেন। তাঁদের সঙ্গে পা মেলান প্রচুর সাধারণ মানুষ।
News Hub