উৎসবের মরসুমেই বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার। বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল নবান্ন। পাশাপাশি তাঁদের বার্ষিক ভাতাও বৃদ্ধি পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কার্যত খুশির আমেজ বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী মহলে।
রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য বা নির্দিষ্ট পরিষেবা সম্পর্কে জনসাধারণকে অবগত করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করা হয় বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। এই কেন্দ্রগুলি থেকে বিনা অর্থ ব্যয়ে বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে সহায়তা নিতে পারেন সাধারণ মানুষ। মূলত জনস্বার্থে কাজ করে এই বাংলা সহায়তা কেন্দ্র।