প্রতি বছরের মতো এ বারেও কলকাতা এবং জেলার শ্রেষ্ঠ পুজোগুলিকে সম্মানিত করল রাজ্য। ষষ্ঠীর বিকেলে অবনীন্দ্র সভাঘরে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘বিশ্ববাংলা শারদ সম্মান’-এর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি বিভাগের সেক্রেটারি শান্তনু বসু, ডিরেক্টর কৌশিক বসাক প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকার মোট ১০৫টি পুজো কমিটিকে সম্মানিত করা হয়। যার মধ্যে ছিল সেরার সেরা, সেরা সাবেকি পুজো, সেরা ভাবনা, বিশ্ববাংলা সেরা পুজোর গানসহ মোট আটটি ভাগে পুজো কমিটিগুলিকে সম্মানিত করা হয়েছে। প্রসঙ্গত এ বছরের কলকাতা ও কলকাতা সংলগ্ন শহরতলির সেরার সেরা পুজো কমিটি হিসেবে মনোনীত করা হয় ত্রিধারা অকালবোধন, টালা প্রত্যয়, সুরুচি সংঘ, বেহালা নতুন দল, শ্রীভূমি স্পোটিং ক্লাবসহ মোট ৩২টি পুজো কমিটিকে।
Advertisement
অন্যদিকে সেরা সাবেকি পুজোর তকমা ছিনিয়ে নিয়েছে বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রীন, সিংহি পার্কের মতো পুজো কমিটিগুলি। একই সঙ্গে পুজোর সেরা গান হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘আমার আড়ালে আমার আবডালে’ গানটিকে। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে রাজ্য সরকার বিশ্ববাংলা শারদ সম্মান দিয়ে আসছে। চলতি বছরও বজায় থাকলো সেই ধারা।
Advertisement
Advertisement



