ইসলামাবাদ, ১১ মার্চ– আপাতত স্বস্তিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একটি গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল বালুচিস্তান হাই কোর্ট। শুক্রবার এই নির্দেশের ফলে প্ররোচনামূলক বক্তৃতা মামলায় সাময়িক স্বস্তি পেলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক।
সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার ওই পরোয়ানা জারি করেছিলেন। ইমরানকে গ্রেফতারে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান। সেই আবেদন মঞ্জুর করেছে হাই কোর্ট।
Advertisement
Advertisement
Advertisement



