পুনে, ২ নভেম্বর– বীভৎস আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রাক্তন পেসার জাহির খানের পুণের রেস্তোরাঁ।পুনে শহরের বুল্লা নগর মার্বেল বিস্তা বিল্ডিং এর এক তলায় জহিরের রেস্তোরাঁ ছিল।
এই খবর শুনে জাহিরের মাথায় হাত। তিনি তাঁর কর্মীদের কাছে খোঁজ নিয়েছেন পরিস্থিতি সম্পর্কে। বড় কোনও আহত হওয়ার খবর নেই। তবে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। ভারতীয় দলের বহু প্রাক্তনদের নিজস্ব রেস্তোরাঁ আছে।শচীন, সেওয়াগ, হরভজন, এমনকী বিরাট কোহলিরও মুম্বই ও দিল্লিতে রেস্তোরাঁ আছে।যদিও কী কারণে আগুন লাগল, পুলিশ জানার চেষ্টা করছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এমনটা হতে পারে। অনেকে ওই বহুতলে রাতে শুয়ে থাকেন। জাহির ২০১৪ সালে ক্রিকেট থেকে অবসর নেন।
Advertisement
Advertisement
Advertisement



