• facebook
  • twitter
Friday, 13 December, 2024

অযোধ্যায় রাম মন্দিরকে কেন্দ্র করে পর্যটনকে আরও উন্নত করতে বার্তা দিয়েছেন যোগী সরকার।

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথ অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠক করেছেন। এই বৈঠকে অযোধ্যার এই বৈঠক থেকে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম ধর্মীয় পর্যটন। উত্তর প্রদেশে একাধিক ধর্মস্থান রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে বৌদ্ধ বিহার তার সঙ্গে অযোধ্যা, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম। সূত্রের খবর, এই ধর্মীয় পর্যটনকে আরও উন্নত এবং প্রচারের বার্তা দিয়েছেন যোগী। জানা

উত্তরপ্রদেশ:- যোগী আদিত্যনাথ অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠক করেছেন। এই বৈঠকে অযোধ্যার এই বৈঠক থেকে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম ধর্মীয় পর্যটন। উত্তর প্রদেশে একাধিক ধর্মস্থান রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে বৌদ্ধ বিহার তার সঙ্গে অযোধ্যা, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম। সূত্রের খবর, এই ধর্মীয় পর্যটনকে আরও উন্নত এবং প্রচারের বার্তা দিয়েছেন যোগী। জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দির মিউজিয়াম করার কথা ঘোষণা করেছেন তিনি। অযোধ্যায় সরযূ নদীর পাড়ে অবস্থিত রামকথা মণ্ডপে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। এবার আরো বড় করে অযোধ্যায় দীপাবলির উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। দীপাবলির উৎসব দ্রুত সব কাজ শেষ করার জন্য দফতর গুলিকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠক শেষে যোগী জানিয়েছেন কেন্দ্রের সঙ্গে রাজ্যের অযোধ্যা নিয়ে ১৭৪টি প্রকল্প হয়েছে। তাতে খরচ হয়েছে ৩০,০০০ কোটি টাকা। তিনি জানিয়েছেন অযোধ্যা একটা নতুন যুগের দিকে যাচ্ছে। গোটা বিশ্বে এই শহরের দিকে তাকিয়ে রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে দেশের অভ্যন্তরীন জলপথের ব্যবহার বাড়ানো এবং তার উন্নয়ন নিয়েও কথা হয়েছে। যোগী আদিত্যনাথ বলেছেন রাজ্যের জলপথগুলিকে ব্যবহার করা হবে রপ্তানির কাজে। গোটা রাজ্যে ১২ থেকে ১৩টি নদী রয়েছে। তারমধ্যে গঙ্গা, সরযূ, যমুনা, গোমতি, রাপ্তি নদীও রয়েছে।