পুজোয় নিমচাপের জেরে কি ভাসবে কলকাতা সহ  দক্ষিণবঙ্গ ? আশঙ্কা মানুষের মনে 

কলকাতা,২৭ সেপ্টেম্বর –আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া সূত্রে জানা গেছিলো পুজোতে কেটে যাবে বৃষ্টির রেষ। দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।কিন্তু আচমকাই আবহাওয়ার ভোলবদলে চিন্তার ভাঁজ পড়েছে মানুষের মনে।পুজোয় বৃষ্টি হলে আনন্দটাই মাটি হবে। ষষ্ঠীতেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর জেরে সপ্তমী থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

 আবহাওয়া  দফতরের পূর্বাভাস, ১ অক্টোবর পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর ফলে ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ষষ্ঠী অবধি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী, অষ্টমী, নবমী বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে।