দীপাবলি পালনে ঋষি সুনাকের বাসভবনে সস্ত্রীক জয়শঙ্কর 

Written by SNS November 13, 2023 4:09 pm

British Prime Minister Rishi Sunak, together with his wife Akshata Murty, greet Indian External Affairs Minister Subrahmanyam Jaishankar and his wife Kyoko, outside of 10 Downing Street in London, Britain, November 12, 2023. REUTERS/Toby Melville

লন্ডন, ১৩ নভেম্বর – বিদেশের মাটিতে দেশের সংস্কৃতি উদযাপন করলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। চা চক্রের বিশেষ আমন্ত্রণ পেয়ে ১০ ডাউনিং স্ট্রিটে উপস্থিত হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর। দেশবাসীকে দীপাবলি উৎসবের শুভেচ্ছাও জানালেন তিনি।  সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ছবি শেয়ার করে ঋষি সুনাককে ধন্যবাদ জানান।  এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দিওয়ালিতে ঋষি সুনাকের সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটেনের সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে।’   

দীপাবলিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে বিরাট কোহলির সই করা ব্যাট উপহার হিসেবে তুলে দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এছাড়াও দীপাবলির উপহার হিসাবে একটি গণেশের মূর্তিও তুলে দেন জয়শংকর। প্রসঙ্গত, পাঁচদিনের জন্য ব্রিটেন সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী। এই সফরেই মুক্ত বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হতে পারে। লর্ডসে আয়োজিত একটি ইভেন্টেও যোগ দেওয়ার কথা জয়শঙ্করের। এছাড়া সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশন আয়োজিত দীপাবলির অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা বিদেশমন্ত্রীর। 
রবিবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরেও যান বিদেশমন্ত্রী।  প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতাও দেন। নানা ক্ষেত্রে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। জয়শংকর বলেন, ‘ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে।’
অন্যদিকে দুই মেয়েকে মঙ্গে নিয়ে আলোর উৎসবে সামিল হন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অক্ষতা মূর্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায় নিজের হাতে ডিপ জ্বালাচ্ছেন তিনি। সুনাক লেখেন, ‘ এই আলো অন্ধকার দূর করে দেয়। আশা জোগায়।আমার পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্ত খুবই মুল্যবান।