কলকাতা:- বড়পর্দায় গা ছমছমে পরিবেশ তৈরি করতে আসছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। ২০১৮ সালে এই দুই সেলিব্রিটি অভিনীত ছবি স্ত্রী সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। নিছক ভূতের ছবি বলে নয়, গল্প, অভিনয়েও দর্শক থেকে চলচ্চিত্র সমালোচকদের মন কেড়ে নিয়েছিল এই ছবি। পরিচালক অমর কৌশিকের ওই নিয়ে দর্শকদের মধ্যে যে মাতামাতি দেখা গিয়েছিল, তাতে সেই ছবির সিকোয়েলের জন্য যে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এবার প্রকাশ্যে এল সেই স্ত্রী-এর সিকোয়েলের টিজার। তবে সেই ছবির জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। স্ত্রী-এর সিকোয়েল তৈরির খবর আগেই সামনে এসেছিল। নতুন যে টিজার প্রকাশ করা হয়েছে, তাতে দেখে বোঝা যাচ্ছে, মূল বিষয় একই থাকলেও, গল্পে কিছু পরিবর্তন আসতে চলেছে। ২০১৮-য় মুক্তি পাওয়া ছবিতে দেখা গিয়েছিল একটি গ্রামের সব বাড়িতে লেখা থাকত, ‘ও স্ত্রী কাল আনা’। কিন্তু নতুন এই টিজারে দেখা যাচ্ছে, দেওয়ালে লেখা ‘ও স্ত্রী রক্ষা কর না।’ সূত্রের খবর, এই ছবিতেও প্রধান চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওকে। এছাড়াও আরও অনেককে অভিনয় করতে দেখা যাবে।
কিন্তু জানা যাচ্ছে কোনো এক বিশেষ চরিত্রে বরুণ ধাওয়ানকে অভিনয় করতে দেখা যাবে। তবে মূল গল্পের সঙ্গে তাঁর তেমন কোনও সম্পর্ক থাকবে না। ২০১৮-র গল্পে শ্রদ্ধার চরিত্র ছিল রহস্যে ভরা। সেই চরিত্র যে কোথা থেকে উড়ে এসে পৌঁছে গিয়েছিল গ্রামে, তা বোঝাই দায় হয়ে উঠেছিল। এক প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি হওয়া ওই ছবি জুড়ে ছিল নানা অদ্ভুুত কাণ্ড। গা ছমছমে বিষয়। স্ত্রী কে সেটা খুঁজে বের করতে করতেই গল্প এগোয়। গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া পুরুষেরা কোথায় যায়, তা নিয়েও তৈরি হয়েছিল রহস্য। এবার কোন নতুন রহস্য তৈরি হবে, এখন সেটারই অপেক্ষায়।
Advertisement
Advertisement
Advertisement



