‘শুধু পিএফআই, আরএসএস নয় কেন?  লালুর মন্ত্যবে তরজা, আসরে বিজেপি

Written by SNS September 29, 2022 2:17 pm

পটনা, ২৯ সেপ্টেম্বর– কদিন ধরে পিএফআএর নানা দফতরে হানা দিয়ে চলেছে এনআইএ। সঙ্গে চলছিল ধরপাকড়। ইতিমধ্যে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রে। সেই নিষিদ্ধ সংগঠনের সঙ্গেই আরএসএসকে টেনে এনে বিতর্কে মধ্যমনি লালু প্রাসাদ যাদব। শুধু পিএফআই-কে কেন, নিষিদ্ধ করতে হবে আরএসএসকে । সাফ কথা লালু প্রসাদ যাদবের ।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তরজায় জড়িয়েছে বিজেপি ও আরজেডি।

উগ্র ইসলামিক সংগঠন পিএফআইয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা গ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে সিপিএম ও লালুপ্রসাদের দল আরজেডির প্রতিক্রিয়ায় ফারাক আছে। প্রথম সারির বেশিরভাগ দল কেন্দ্রের সিদ্ধান্ত সমর্থন করেছে অথবা মুখ খোলেনি।

সিপিএম পলিটব্যুরো পিএফআই-কে নিষিদ্ধ করার প্রসঙ্গে আরএসএস ঘনিষ্ঠ দুটি সংগঠনের নাম করেছে যারা বুদ্ধিজীবী খুনের সঙ্গে যুক্ত বলে তাদের অভিযোগ। এই ভাবে পিএফআইয়ের প্রসঙ্গে আরএসএসের নাম জুড়ে দিয়ে তারা দেখাতে চেয়েছে এই ধরনের সংগঠন একই মুদ্রার দুই পিঠ।

লালুপ্রসাদ অবশ্য কোনওরকম রাখঢাক না করে খোলাখুলি বলেছেন, যে অভিযোগে পিএফআই-কে নিষিদ্ধ করা হয়েছে, সেই একই কারণে আরএসএস-কেও ব্যান করা উচিত। আরএসএস একটি সাম্প্রদায়িক দল। বিভেদ, বিভাজন তৈরি করাই তাদের উদ্দেশ্য।