• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ কলকাতার শীতলতম দিন, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়বে গোটা বাংলায়

কলকাতা, ২৪ নভেম্বর– গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি, আজ বৃহস্পিতিবার সেটাই আরও এক ডিগ্রি কমে হয়ে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজই কলকাতার শীতলতম দিন। হাওয়া অফিস জানাচ্ছে, বিগত ৫ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বর মাসে এমন ঠান্ডা সত্যিই বিরল। তাই এবারের শীত যে আরও জাঁকিয়ে পড়বে, তা বলাই বাহুল্য। একইসঙ্গে আবহাওয়া

কলকাতা, ২৪ নভেম্বর– গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি, আজ বৃহস্পিতিবার সেটাই আরও এক ডিগ্রি কমে হয়ে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজই কলকাতার শীতলতম দিন।

হাওয়া অফিস জানাচ্ছে, বিগত ৫ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বর মাসে এমন ঠান্ডা সত্যিই বিরল। তাই এবারের শীত যে আরও জাঁকিয়ে পড়বে, তা বলাই বাহুল্য। একইসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে, এইমুহূর্তে কোনওরকম ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই। তাই অবাধ উত্তুরে হাওয়ায় শীত আরও বাড়বে মাসের শেষে।

Advertisement

সোমবার শহরের তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেটা প্রায় দুই ডিগ্রি কমে হয় ১৮.৬ ডিগ্রি। বুধবার আরও কমে তাপমাত্রা হয় ১৭ ডিগ্রি এবং বৃহস্পতিবার আরও একটু কমে শহরের তাপমাত্রা দাঁড়িয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। নভেম্বরের শেষ সপ্তাহে শীতের দাপটে এমন রেকর্ড পারদ পতনের বিরল নজির ছিল না বললেই চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই শীতের আমেজ আগামী কয়েকদিন গোটা রাজ্যেই বজায় থাকবে।

Advertisement

Advertisement