হাওয়া দফতরের বৃষ্টির সর্তকতা জারি, হতে পারে শিলাবৃষ্টিও 

Written by SNS May 21, 2023 5:24 pm

কলকাতা, ২১মে — গরমে নাজেরহাল রাজ্যবাসী। বর্ষার দেখা প্রায় নেই বললেই চলে। সারাদিন গুমোট গরম, অন্যদিকে বিকেল হলেই আকাশের মুখভার। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম কমছে না। তারমধ্যেই আজ রবিবার সকাল থেকে আকাশে চড়া রোদ থাকলেও ৪ টের দিকে বেলা গড়াতেই আকাশের মুখভার। সোমবার পারদ খানিক চড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার থেকে রাজ্যজুড়েই বদলাবে আবহাওয়া। সেদিন থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে তার সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারিকরেছে আলিপুর। হওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে জেলাগুলিতে মঙ্গলবার থেকে ঝড় এবং বৃষ্টি দুই-ই বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তো কমবে বটেই, সেই সঙ্গে শিলাবৃষ্টি ও হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

মঙ্গল এবং বুধবার বৃষ্টিতে ভিজবে কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলি। সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা রয়েছে ।