বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের জন্য পদযাত্রা শহরে  

Written by SNS August 29, 2023 6:32 pm

কলকাতা, ২৯ আগস্ট – বিশেষ ভাবে সক্ষম খেলোয়াড়দের সাফল্য তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও ২৮ আগস্ট আয়োজন করা হয় এক পদযাত্রার।  স্পেশাল অলিম্পিক্স-এর পাশাপাশি সমস্তরকম বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা যাতে তাদের খেলাধুলোর জগতে যোগ্য সম্মান পানসেজন্যই এই পদযাত্রার আয়োজন করা হয়ে থাকে।  রাজ্যে বহু খেলোয়াড় রয়েছেন যাঁরা নানারকম শারীরিক অনুবিধে ও সীমাবদ্ধতা নিয়েও তাঁদের সাফল্যের নিদর্শন রাখেন। তাঁদের সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই বছরও ২৮ আগস্ট রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছিল।  এই বছরের মূল বিষয় ছিল, এই খেলোয়াড়দের পরিকাঠামোগত সুযোগ সুবিধে দেওয়া। শারীরিক নানারকম প্রতিবন্ধকতা ও সমস্যা নিয়েও তাঁরা নিজেদের দেশের জন্য মেডেল অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেন।  অথচ তাঁরাই অনুশীলনের সুযোগ সুবিধে বা সঠিক পরিকাঠামো পাওয়া থেকে বঞ্চিত থাকেন। 

এদিনের এই পদযাত্রায় প্রায় ২০০ মানুষ অংশ গ্রহণ করেন।  অংশ নেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রাও। ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ সাহেব হোসেন, সাঁতারু আতর আলি প্রমুখ।সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নাম এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়।