অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভুক্ত করার পক্ষে জোরাল দাবি তুললেন ভিভিএস লক্ষ্মণ।

Written by SNS October 3, 2023 10:31 am

ভারত:- এশিয়ান গেমসে অভিযা‌ন শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। সূত্রের খবর, জানা গিয়েছে, এশিয়ান ‌গেমসে অভিযান শুরুর আগেই অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভুক্ত করার পক্ষে জোরাল দাবি তুললেন ভিভিএস লক্ষ্মণ। কমনওয়েলথ এবং এশিয়াডে অংশ নিয়ে পদক জিতেছে‌ ভারতীয় মহি‌লা ক্রিকেট দল। এবার পুরুষ দলের সামনে পদক জয়ের হাতছানি। জানা গিয়েছে, নেপাল ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচ লক্ষ্ণণ বলেন, তিনি  মনে করেন টি২০ ফর্ম্যাটই আদর্শ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ক্ষেত্রে। তিনি মনে করেন অদূর ভবিষ্যতে ক্রিকেট অলিম্পিকে যুক্ত হবে। ভারতীয় ক্রিকেটাররা দেশকে প্রতিনিবধিত্ব করার সুযোগ পাবেন। সেই সঙ্গে দেশের হয়ে পদক জয়েরও সুযোগ থাকবে ভারতীয় ক্রিকেটারদের কাছে।
এশিয়ান ‌গেমসে সোনা জিতে স্মৃতি মান্ধানাও একই বক্তব্য পেশ করেন। অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট রাখার ব্যাপারে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে আইসিসি। ২০২৮ সালেই অলিম্পিকের পিচে বল গড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আইসিসি। সূত্রের খবর, জানা গিয়েছে, ক্রিকেট নিয়ে বিভিন্ন বহুজাতিক সংস্থার আগ্রহ অগ্রাহ্য করতে পারছেন না আইওসি কর্তারা। এখন পর্যন্ত অলিম্পিকে ক্রিকেটের স্থান একবারই হয়েছে। ১৯০০ সালের প্যারিসে অংশ নিয়েছিল মাত্র দু’টো টিম ইংল্যান্ড আর ফ্রান্স। জানা গিয়েছে, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর মুম্বইয়ে হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিশেষ সভা। ২০২৮ সালের গেমসে কোন কোন খেলা অন্তর্ভুক্ত হবে, তা ওই সভায় ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত হবে। নির্বাচনে অংশগ্রহণ করবে ১০০টির বেশি সদস্য দেশ। যতগুলি খেলা অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হওয়ার দৌড়ে রয়েছে সেগুলির মধ্যে ব্যবসায়িক ভাবে ক্রিকেটই সব থেকে সফল। অলিম্পিক্সের মতো ব্যয়বহুল গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি ইতিবাচক হবে বলেই মনে করছেন আইওসির অধিকাংশ কর্তা। তার উপর অলিম্পিকের দর্শক সংখ্যাও এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে। দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষ ক্রিকেট দেখেন, খেলাটাকে উপভোগ করেন। অলিম্পিকে ব্যাট বলের লড়াইকে প্রবেশ করানোর দাবিতে বহু দিন ধরেই লড়ছে আইসিসি।তাঁদের সঙ্গে রয়েছে বিসিসিআইও। এই বিষয়ে নতুন কমিটি তৈরি করেছে আইসিসি।