• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

আসছে ট্রিপল B! RRR-এর কায়দায় নতুন তিন ছবির ঘোষণা দেবের

 কলকাতা, ১৮ এপ্রিল– প্রজাপতি হিটের রেশ এখনো কাটে নি। আর তারই মাঝে অভিনব উপায়ে আরেক নতুন সিনেমার ঘোষণা করল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। তিন বিপ্লবীর ওপর সিনেমার ঘোষণায় নিয়ে এলেন অস্কারজয়ী গান ‘নাটু নাটু’কে। আরআরআর ছবির কায়দায় দেবের আসন্ন তিন ছবিকে ট্রিপল বি নামে দর্শকের সামনে আনল দেবের প্রযোজনা সংস্থা। আর এই দেবের ট্রিপল

 কলকাতা, ১৮ এপ্রিল– প্রজাপতি হিটের রেশ এখনো কাটে নি। আর তারই মাঝে অভিনব উপায়ে আরেক নতুন সিনেমার ঘোষণা করল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। তিন বিপ্লবীর ওপর সিনেমার ঘোষণায় নিয়ে এলেন অস্কারজয়ী গান ‘নাটু নাটু’কে। আরআরআর ছবির কায়দায় দেবের আসন্ন তিন ছবিকে ট্রিপল বি নামে দর্শকের সামনে আনল দেবের প্রযোজনা সংস্থা। আর এই দেবের ট্রিপল বি হল ‘বাঘাযতীন’, ‘বিনোদিনী’ ও ‘ব্যোমকেশ’। ‘বাঘাযতীন’ ও ‘ব্যোমকেশ’ ছবিতে দেব অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনা সামলাচ্ছেন। তবে ‘নটী বিনোদিনী’ ছবিতে তিনি শুধুই প্রযোজক। বরং বিনোদিনী ছবির চমকই হল রুক্মিণী মৈত্র।

সদ্য ওটিটিতেও মুক্তি পেয়েছে  ‘প্রজাপতি’ । তারই মাঝে ফের চমক দিলেন দেব। পয়লা বৈশাখে ঘোষণা করলেন আরও এক নতুন ছবির। যার নাম ‘প্রধান’। আর এবারও দেবের এই ছবির পরিচালক অভিজিৎ সেন।

সোশ্যাল মিডিয়ায় ‘প্রধান’ ছবির প্রথম ঝলক শেয়ার করেছেন দেব। তবে ছবিটির নাম ছাড়া আর কোনও কিছুই খোলসা করতে চাননি। নতুন এই ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালকও।