• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

উত্তরপ্রদেশে মাফিয়া রাজ শেষ বলে হুঙ্কার যোগীর 

লখনৌ, ১৮ এপ্রিল — উত্তরপ্রদেশে আর কোনো মাফিয়া রাজ নেই  ।আর কোনো মাফিয়া কাউকে চমকাবে না। মাফিয়া ডন আতিক আহমেদ ও তার ভাই আশরাফ খুন হওয়ার পর  মঙ্গলবার প্রকাশ্যে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও বলেন, ‘একটা সময় কিছু এলাকা, জেলার নাম শুনলেও মানুষ ভয়ে কাঁপত। সে সব এখন অতীত। উত্তরপ্রদেশে আর দাঙ্গা-হাঙ্গামা, মাফিয়ার

লখনৌ, ১৮ এপ্রিল — উত্তরপ্রদেশে আর কোনো মাফিয়া রাজ নেই  ।আর কোনো মাফিয়া কাউকে চমকাবে না। মাফিয়া ডন আতিক আহমেদ ও তার ভাই আশরাফ খুন হওয়ার পর  মঙ্গলবার প্রকাশ্যে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও বলেন, ‘একটা সময় কিছু এলাকা, জেলার নাম শুনলেও মানুষ ভয়ে কাঁপত। সে সব এখন অতীত। উত্তরপ্রদেশে আর দাঙ্গা-হাঙ্গামা, মাফিয়ার তোলাবাজি থাকবে না।’

 আতিক খুনের পর তড়িঘড়ি তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছেন। উত্তরপ্রদেশ পুলিশ গঠন করেছে বিশেষ তদন্ত টিম বা সিট। কিন্তু প্রকাশ্যে মুখ খোলননি যোগী। যা থেকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের ধারণা হয়েছিল এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় চাপের মুখেই হয়তো সাময়িক মুখ বন্ধ রেখেছেন মুখ্যমন্ত্রী।কিন্তু মঙ্গলবার লখনৌতে একটি অনুষ্ঠানে তিনি সবার মুখ বন্ধ করে দেন। সেদিন তিনি বুঝিয়ে  দেন  যে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চলবে।