এবার নির্বাচন কমিশনের আইকন হিসাবে নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর।

Written by SNS August 23, 2023 10:14 am

কলকাতা:- আগামী বছর লোকসভা ভোট হতে চলছে। এবং এখন খেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিবছরই ভোটের আগে কোনো না কোনো সেলিব্রিটি  বা ক্রিকেটারকে আইকন হিসাবে নিয়ে আসা হয়। এবার নির্বাচন কমিশনের আইকন হিসাবে নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর। সূত্রের খবর, জানা গিয়েছে, ভোটে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে আইকন হিসাবে সরকারি ঘোষণা করা হবে বুধবার। গত বছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে লোকসভা ভোটের আইকন করা হয়েছিল। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি, অভিনেতা আমির খান এবং বক্সার মেরি কমকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সচিনের সঙ্গে নির্বাচন কমিশনের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিন বছরের এই চুক্তিতে সচিন ভোটারদের আরও বেশি করে ভোটদান সংক্রান্ত বিষয়ে সচেতন করবেন। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেটে  অধিনায়কত্ব করেছেন সচিন। এবার নির্বাচন কমিশনের হয়েও প্রচার করবে‌ন।