‘পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত নয় এই সরকার ‘ মিড ডে মিল দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

কলকাতা,১২ এপ্রিল — রাজ্য সরকারের বিরুদ্ধে আগেই মিড ডে মিল দুর্নীতির অভিযোগ এনেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।এবার সেই সুযোগেই তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর । রাজ্যের বিরোধী দলনেতা ট্যুইট করে জানিয়েছেন, ‘রাজ্য সরকার মিড ডে মিলে ১০০ কোটি টাকা বেশি দেখিয়েছে, জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টে উল্লেখ। আগেই বলেছিলাম, পড়ুয়াদের খাবারের প্লেট থেকেও চুরি করতে ইতস্তত করে না তৃণমূল সরকার।’
 
এর আগেও রাজ্যে মিড মিলে দুর্নীতি অভিযোগ উঠেছিল। এর আগে রাজ্যে মিড ডে মিলের  ‘অনুসন্ধানে’ এসেছিল কেন্দ্রীয় দল। রাজ্যে মিড ডে মিল নিয়ে বারবার এত দুর্নীতি কেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটে আরও বলেন, ‘মাত্র ২টি অর্থবর্ষেই ১০০ কোটির তছরুপ, গত ১২ বছরে কত টাকা চুরি হয়েছে ভাবুন!’ তিনি আরও বলেন,’প্রশাসন চালানোর নামে দিনেদুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার’। ২০২২ সালে মাত্র ছ’মাসের মধ্যে মিড ডে মিল নিয়ে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বিপুল টাকার দুর্নীতি হয়েছে। হিসেব চাইলে ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখানো হয় । শুধু তাই নয়, নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম মিড ডে মিল খাবার সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ।