• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘অনন্য শারদীয়া’ র ট্রেলার প্রকাশিত হল

পায়েল সেনশর্মা পরিচালক সঞ্জয়-সুমনা দাসের পরবর্তী ছবি ‘অনন্য শারদীয়া’ র ট্রেলার প্রকাশিত হল।শনিবার শহরে শোবোট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এসজিএস এন্টারটেইনমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েশনে তৈরি এই ছবির গ্র্যান্ড লঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির কলাকুশলীরা। ছবির গল্প সম্পর্কে প্রশ্ন করতেই পরিচালক জানালেন, ‘সমরেশ এবং তাঁর স্ত্রী কৃষ্ণা, যারা বহু বছর ধরে বিদেশে থাকেন দুর্গা পূজার সময় তাঁদের মেয়ে

পায়েল সেনশর্মা

পরিচালক সঞ্জয়-সুমনা দাসের পরবর্তী ছবি ‘অনন্য শারদীয়া’ র ট্রেলার প্রকাশিত হল।শনিবার শহরে শোবোট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এসজিএস এন্টারটেইনমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েশনে তৈরি এই ছবির গ্র্যান্ড লঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির কলাকুশলীরা। ছবির গল্প সম্পর্কে প্রশ্ন করতেই পরিচালক জানালেন, ‘সমরেশ এবং তাঁর স্ত্রী কৃষ্ণা, যারা বহু বছর ধরে বিদেশে থাকেন দুর্গা পূজার সময় তাঁদের মেয়ে তাতানের সঙ্গে দেশে ফিরে আসেন। তাঁদের বাড়িতে আসার পরে সমরেশ তাঁর বড় ভাই শৈলেশের কাছ থেকে জানতে পারেন যে তাঁদের মা মারা গেছেন। বাড়িতে ফিরে সমরেশের অতীতের কথা সব মনে পরে। সে নস্টালজিক হয়ে পরে। শৈলেশ খারাপ মেজাজ এবং সন্দেহজনক স্বভাবের মানুষ। দশমীর দিনে, সমরেশ তাঁর বৃদ্ধ এবং অন্ধ মাকে গঙ্গার ঘাটে ভিক্ষা করতে দেখেন। যখন ঘাটে তাঁদের বাড়ির দুর্গা মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। সমরেশ তাঁর মাকে বাড়িতে ফিরিয়ে আনে। অন্যদিকে শৈলেশকে পুলিশ গ্রেপ্তার করেন কিন্তু কেন এখানে গল্পের টুইস্ট যা এখনই প্রকাশ করে দিলে সিনেমাহলে গিয়ে ছবিটা দেখার আনন্দটাই থাকবে না। সম্পূর্ণ পারিবারিক ছবি। আশাকরি সকলের ভালো লাগবে।’

Advertisement

ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অভিষেক সিং, রূপসা মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, পার্থ সারথি দেব, চন্দ্রাণী দাস, চৈতালি চক্রবর্তী, মৌমিতা বোস, গৌতম চক্রবর্তী, ইন্দ্রনীল গুহ চৌধুরী, তপতী মুন্সি, তিয়াশা সাহা সহ অন্যান্য। গল্প, চিত্রনাট্যে ফাইনাল টাচ দিয়েছেন পরিচালক নিজে। সৃজনশীল পরিচালক প্রয়াত সুমনা দাস। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলে স্মৃতি। সম্পাদক এস শেখর, সঙ্গীত পরিচালক রাঘব চ্যাটার্জি, শিল্প পরিচালক সুদীপ্ত খান, স্টাইলিস্ট তুহিন সরকার। ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি, জানালেন পরিচালক।

Advertisement

Advertisement