স্পর্শকাতর ৬ জেলায় ‘বিশেষ বাহিনী’, রাজ্য সরকারকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন   

Written by SNS June 21, 2023 3:38 pm

কলকাতা, ২১ জুন – শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কিন্তু ২২ জেলার জন্য ২২ কোম্পানি বাহিনী দিয়ে ভোট করানো সম্ভব কিনা তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বাহিনী বাড়ানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে স্পর্শকাতর ৬ টি জেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ৬ টি জেলায়  কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বাড়তি এক কোম্পানি রাজ্যের বিশেষ বাহিনীও দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। স্পর্শকাতর যে ছয় জেলাকে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল, বীরভূম, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।  জরুরি ভিত্তিতে এই বিশেষ বাহিনী নিয়োগের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।  নবান্ন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ৬ কোম্পানি বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বিশেষ বাহিনীর মধ্যে র‌্যাফ, কমব্যাট ফোর্স রাজ্য পুলিশে আছে। এই বিশেষ বাহিনী উত্তেজনা প্রশমন ও সন্ত্রাস রোধে পারদর্শী । নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন পর্বে এই ছয় জেলা থেকে সবথেকে বেশি অভিযোগ এসেছিল। সেইজন্যই জরুরি ভিত্তিতে এই জেলাগুলিতে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলা, হিংসা, বিশৃঙ্খলা প্রতিরোধে এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বলে, রাজ্য প্রশাসন সূত্রে খবর।