• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রুপোর মুকুটের প্রদর্শনী হলো ক্যাফে ক্যালকাটা ক্লাসিকে।

বালি:- পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে ছোটো থেকে বড়ো সবার মধ্যে সাজ সাজ রব। প্রত্যেক বছরের মতো এবছরও দৈনিক স্টেটসম্যান এবং জি অ্যান্ড জি ইভেন্ট এর উদ্যোগে রুপোর মুকুট প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল হাওড়ার বালিতে। গতকাল অর্থাৎ রবিবার ক্যাফে ক্যালকাটা ক্লাসিকে বাছাই করা মোট কুড়িটি ক্লাব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূজোয় সেরার

বালি:- পুজো আসতে আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে ছোটো থেকে বড়ো সবার মধ্যে সাজ সাজ রব। প্রত্যেক বছরের মতো এবছরও দৈনিক স্টেটসম্যান এবং জি অ্যান্ড জি ইভেন্ট এর উদ্যোগে রুপোর মুকুট প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল হাওড়ার বালিতে। গতকাল অর্থাৎ রবিবার ক্যাফে ক্যালকাটা ক্লাসিকে বাছাই করা মোট কুড়িটি ক্লাব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূজোয় সেরার সেরা ক্লাবকে পুরস্কৃত করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের ক্ষুদে শিল্পী লাড্ডু। তারই হাত ধরে মুকুটটি উন্মোচিত হয়। দৈনিক স্টেটসম্যান এবং জি অ্যান্ড জি ইভেন্ট এর পক্ষ থেকে দুর্গাপূজা কমিটির মেম্বারদের সংবর্ধনা স্বরূপ তুলসি চারা এবং একটি করে মেমেন্টো তুলে দেওয়া হয়। জি ইভেন্টের কর্ণধার সুদীপ ঘোষ ও অপু ঘোষ বলেন, তারা দুই বন্ধু মিলে ছয় বছর আগে এই পুরস্কার শুরু করেছিলেন। প্রথমে হাওড়া, হুগলি কে নিয়েই অনুষ্ঠান সম্পন্ন করতেন, বর্তমানে এই অনুষ্ঠান কলকাতাতেও সাড়া ফেলে দিয়েছে। প্রসঙ্গত, ডক্টর পুস্পেন্দু সামন্ত ও নির্মলেন্দু সামন্ত এনারা দুজনেই এই ক্যাফের কর্ণধার। আধুনিক চিন্তা ভাবনায় এই ক্যাফে সাজানো হয়েছে। খাওয়া দাওয়ার পাশাপাশি বিনোদনের জন্যও থাকবে লাইভ মিউজিক। এতো সমস্ত কিছু শুধুমাত্র পাবেন বালির এই ক্যাফে ক্যালকাটা ক্লাসিকেই।

Advertisement

Advertisement