কলকাতা ,১ ফেব্রুয়ারী — কলকাতার প্রেক্ষাপটে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন বলিউড ছবি ‘লস্ট’। ছবিতে অভিনয় করছেন ইয়ামি গৌতম, রাহুল খান্না , পঙ্কজ কাপুর, নীল ভুপলম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডের মতো অভিনেতারা। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার, প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। পরিচালক জানিয়েছেন, ছবির মধ্যে সম্পর্ক, ভালবাসা, প্রতারণা সবই স্বাভাবিক নিয়মে এসেছে। তবে প্রধানত ‘লস্ট’ হল এক খুঁজে পাওয়ার কাহিনী, যা রহস্য রোমাঞ্চে ভরপুর। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর কথায়, এই ছবির গল্পে থাকবে প্রচুর টুইস্ট।
Advertisement
Advertisement
Advertisement



