স্কুল সার্ভিস কমিশনের মেইল পৌঁছে গেল সরকারি স্কুল গুলিতে, জল্পনা শুরু শিক্ষা মহলে 

Written by SNS December 2, 2022 4:49 pm

কলকাতা ,২ নভেম্বর — এবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ইমেল পৌঁছেছে সমস্ত গুলিতে। স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেনির সমস্ত অযোগ্য শিক্ষকদের তালিকা চেয়েছেন। সেই মেলে বলা হয়েছে দুর্নীতি করে  চাকরি পাওয়া শিক্ষকদের বায়োডাটা ,নানা তথ্য সব কমিশন কে পাঠাতে হবে।

 নবম-দশমের মতোই এইভাবে অযোগ্যদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে পারে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও।সেই জন্যই সম্ভবত আগেভাগেই শিক্ষকদের নামের তালিকা, যোগ্যতা এবং বায়োডেটা জোগাড় করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন।সমস্ত ঘটনা আগে থেকেই হয়তো এই সমস্যা নিয়ে প্রস্তুত হতে পারবে কমিশন।

পাশাপাশি কমিশনের কাছে বিচারপতি জানতে চান, ঠিক কতজন এমন অযোগ্য প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে? বুধবার আদালতে কমিশন জানায়, সেই সংখ্যাটা ১৮৩।বৃহস্পতিবার সেই ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।