আজাদের দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি

Written by SNS September 26, 2022 3:37 pm

দিল্লি, ২৭ সেপ্টেম্বর– নবরাত্রির প্রথম দিন দলের নাম ঘোষণা করে হিন্দু তাস খেললেন সদ্য কংগ্রেসত্যাগী গুলাম নবি আজাদ। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁর রাজনৈতিক প্রভাব বেশি হিন্দুবহুল জম্মু এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা। সেই কারণেই উত্তর ভারতীয়দের বৃহত্তম উৎসবের সময়টিকে দলের নাম ঘোষণার জন্য বেছে নিলেন।যদিও গুলাম নবির বক্তব্য দল তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি।  তাই এর পেছনে অন্য কোনো উদেশ্য নেই তাঁর। 

সোমবার দলের নাম ঘোষণা গুলাম নবি তাঁর দলের নাম রাখলেন, ডেমোক্রেটিক আজাদ পার্টি  ।

সাংবাদিক সম্মেলনে প্রবীণ নেতার দাবি, সমর্থকদের পরামর্শেই দলের এই নামকরণ।প্রতীক কিছু ঘোষণা করেননি কাশ্মীরী এই নেতা। তবে দলের পতাকা হবে হলুদ, সাদা ও নীল রঙয়ের।

তাছাড়া আজাদ নিজে অস্বীকার করলেও বাতাসে জল্পনা, তাঁর নতুন দলের সঙ্গে বিজেপির পরোক্ষ বোঝাপড়া হবে। যাতে কাশ্মীরের আঞ্চলিক দল এবং কংগ্রেস সুবিধা করতে না পারে।

বিজেপির তরফে কাশ্মীর ফারুক ও ওমর আব্দুল্লাহদের ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা হচ্ছে। দুই দল সাম্প্রতিক অতীতের বৈরিতা কাটিয়ে। কাছাকাছি আসার চেষ্টা করছে। উদ্দেশ্য মেহবুবা মুফতির দল পিডিপি-কে কাশ্মীরে একঘরে করে দেওয়া।

আজাদ অবশ্য দল ঘোষণার সময় বলেছেন, একমাত্র ধর্মনিরপেক্ষ মানুষ তাঁর দলে যোগ দিতে পারবেন।