• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

থানায় হামলা করে কুখ্যাত ডাকাতকে নিয়ে পালাল দুষ্কৃতীরা

ভোপাল, ৮ এপ্রিল–  থানায় হামলা করে কুখ্যাত ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার। পুলিশ সূত্রে খবর , হেমা মেঘওয়াল নামে একজন কুখ্যাত ডাকাতকে কয়েক দিন আগে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর নেপানগর থানার লক-আপে রাখা হয় ওই কুখ্যাত দুষ্কৃতীকে। শুক্রবার গভীর রাতে থানায় হাজির হয় প্রায়  ৬০ জনের দুষ্কৃতী  দল। থানায় ঢুকেই

ভোপাল, ৮ এপ্রিল–  থানায় হামলা করে কুখ্যাত ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার। পুলিশ সূত্রে খবর , হেমা মেঘওয়াল নামে একজন কুখ্যাত ডাকাতকে কয়েক দিন আগে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর নেপানগর থানার লক-আপে রাখা হয় ওই কুখ্যাত দুষ্কৃতীকে। শুক্রবার গভীর রাতে থানায় হাজির হয় প্রায়  ৬০ জনের দুষ্কৃতী  দল। থানায় ঢুকেই ভাঙচুর চালায় তারা। পুলিশের গাড়ি, থানার জিনিসপত্র তছনছ করে।  শুধু তাই নয় , কর্তব্যরত পুলিশকর্মীদের লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে।  থানা ছেড়ে যাওয়ার সময় সেই হেমা ডাকাত-সহ আরও ২ জন আসামিকে ছাড়িয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। 

সেই সময় থানায় কর্তব্যরত অবস্থায় ছিলেন মাত্র চারজন পুলিশকর্মী।সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে থানায় হামলা করে ভাঙচুর চালিয়ে পুলিশকর্মীদের মারধর করার সেই ভিডিও। হামলার ঘটনার খবর পেয়ে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে হাজির হন পুলিশের উচ্চপদের আধিকারিকরা। কিন্তু ততক্ষণে ৩ জন আসামিকেই লক আপ থেকে বের করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।