৩১ অক্টোবর পর্যন্ত জেলই ঠিকানা অনুব্রতর  

Written by SNS September 21, 2023 4:41 pm

দিল্লি, ২১ সেপ্টেম্বর –  দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ মতো গরু পাচার মামলায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ফলে পুজোতেও জেলেই থাকতে হবে তাঁকে। জেল হেফাজত শেষে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস এভিনিউ আদালতে তোলা হয়। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অনবরত মন্ডলের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। 

গত বছরের অগস্টে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোলের বিশেষ সংশোধনাগারে ছিলেন তিনি। এরপর তাঁকে নিয়ে দিল্লি যায় ইডি। তারপর থেকে তিহাড় জেলই এখনও পর্যন্ত ঠিকানা অনুব্রত মণ্ডলের। বারবার জামিনের আবেদনও জানিয়েও মুক্তি মেলেনি দোর্দণ্ডপ্রতাপ এই নেতার। 

বিচারকের নির্দেশে স্বভাবতই হতাশ হয়ে পড়েন অনুব্রত মন্ডল। প্রতি বছরই পুজো কাটতো পরিবারের সঙ্গে। তাঁর বাড়িতে ভিড় গ্রামের লোকজনের। পুজোর সময় চলে আসতেন সংলগ্ন গ্রামের বহু মানুষও। পাত পেড়ে সবাইকে খাওয়ানো হতো। নিমন্ত্রণ থাকত দলের কর্মী-সমর্থকদেরও। বাবা-মেয়ে গ্রেপ্তার হওয়ায় ফাঁকা নিচুপট্টির বাড়ি। মন ভালো নেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদেরও ।