• facebook
  • twitter
Friday, 13 December, 2024

মহিলা ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার গভীর জঙ্গলে 

কটক, ১৪ জানুয়ারি– শুক্রবার গভীর জঙ্গলে একটি গাছ থেকে উদ্ধার হল ওড়িশায় প্রতিশ্রুতিমান মহিলা ক্রিকেটার তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে বাছাই পর্বে বাদ পড়েন তিনি। এর পরই নিখোঁজ হন। তিন দিন পর কটকের  জঙ্গল থেকে দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন তরুণী। যদিও খুনের অভিযোগ তুলেছে মহিলা

কটক, ১৪ জানুয়ারি– শুক্রবার গভীর জঙ্গলে একটি গাছ থেকে উদ্ধার হল ওড়িশায় প্রতিশ্রুতিমান মহিলা ক্রিকেটার তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে বাছাই পর্বে বাদ পড়েন তিনি। এর পরই নিখোঁজ হন। তিন দিন পর কটকের  জঙ্গল থেকে দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন তরুণী। যদিও খুনের অভিযোগ তুলেছে মহিলা ক্রিকেটারের পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ক্রিকেটারের নাম রাজশ্রী সোয়েইন। বছর বাইশের তরুণী পুরী জেলার বাসিন্দা। ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে কটকে গিয়েছিলেন রাজশ্রী। যদিও বাছাই পর্বে বাদ পড়েন তিনি। তরুণীর পরিবারের অভিযোগ, ভাল ক্রিকেটার হওয়া সত্বেও অন্যায়ভাবে রাজশ্রীকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বিষাদগ্রস্ত ছিলেন তরুণী। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটারের মোবাইল নেটওয়ার্কের লোকশনের সূত্র ধরে জঙ্গলে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এর পর সেখান থেকে দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশ আত্মহত্যা অনুমান করছে। পরিবারের অভিযোগ, খুন হয়েছেন রাজশ্রী। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি তাদের।