থার্ড লাইন তৈরির কাজ চলায় নিত্যযাত্রীদের  দুর্ভোগের  সম্ভাবনা

Written by SNS September 19, 2022 1:36 pm
হাওড়া, ১৯ সেপ্টেম্বর — পূজো আসতে আর হাতে গোনা কয়েকটি দিন মাত্র। জোর কদমে চলছে পুজোর কেনাকাটা । এরই মধ্যে শুরুতেই নিত্যযাত্রীদের  দুর্ভোগের  সম্ভাবনা। সূত্রের খবর, ট্রেন বাতিলের কারণে হাওড়া মেন ও কর্ড লাইনের লক্ষ লক্ষ যাত্রী বিপাকে পড়তে চলেছেন। আজ সোমবার থেকে এই দুর্ভোগ চলবে রবিবার অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত।
জানা গেছে, পুজোর আগেই শক্তিগড় ও রসুলপুরের মাঝে রেলের জরুরিভিত্তিক মেরামতির কাজ চলবে। রেলের তরফে জানানো হয়েছে, দুটি স্টেশনের মাঝে থার্ড লাইন  তৈরি করার কাজ চলছে। সেই কারণেই পুরো সপ্তাহজুড়ে হাওড়া মেন ও কর্ড লাইনের যাত্রী পরিষেবা ব্যাহত হতে চলেছে। সংশ্লিষ্ট রুটে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্য বেশ কয়েকটি ট্রেনে যাত্রাপথ বদলানো হয়েছে। তবে থার্ড লাইন তৈরির কাজ সমাপ্ত হলে আরও দ্রুত এবং সময় মেনে ট্রেন চালানো সম্ভব হবে বলে জানানো হয়েছে রেলের তরফে, যার ফলে সুবিধা হবে নিত্যযাত্রীদের।