• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এলাকা দখলের লড়াইতে অতিষ্ঠ আরামবাগের ব্যাবসায়ীরা 

আরামবাগ,১৯ নভেম্বর — গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ।দিন নেই রাত নেই বোমা পড়ছে এলাকায় । আতঙ্কে লোকজন ঘরের বাইরে বের হতে চাইছে না। বেচাকেনা বন্ধ। বাধ্য হয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আরামবাগের বাতানল বাজারের ব্যবসায়ীরা । দুই রাজনৈতিক গোষ্ঠী নিজেদের আধিপত্য বিস্তারে মেতে উঠেছে।চলছে এলাকা দখলের লড়াই। এলাকা দখলকে কেন্দ্র করে দিন

প্রতীকী চিত্র

আরামবাগ,১৯ নভেম্বর — গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ।দিন নেই রাত নেই বোমা পড়ছে এলাকায় । আতঙ্কে লোকজন ঘরের বাইরে বের হতে চাইছে না। বেচাকেনা বন্ধ। বাধ্য হয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আরামবাগের বাতানল বাজারের ব্যবসায়ীরা ।

দুই রাজনৈতিক গোষ্ঠী নিজেদের আধিপত্য বিস্তারে মেতে উঠেছে।চলছে এলাকা দখলের লড়াই। এলাকা দখলকে কেন্দ্র করে দিন দশেক ধরেই তেতে রয়েছে এলাকা।মাঝেমধ্যেই চলছে বোমাবাজি।শুক্রবার সকালেও বাতানলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে।মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে।পরে আরামবাগ থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় দুই পক্ষের বারোজনকে আটক করেছে পুলিশ। বারবার এমন রাজনৈতিক অস্থিরতায় তিতিবিরক্ত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

বাতানল বাজারের চা বিক্রেতা গৌতম মুন্সির অভিযোগ, “বারবার এমন ঘটনায় কেউ বাজারে আসতে পারছে না, শাসক দলের দুই গোষ্ঠীর ঝামেলায় আমাদের ব্যবসা শিকেয় উঠছে। চা করে ফেলে দিতে হল কেনার লোক নেই বলে।আমরা চাই এলাকায় শান্তি ফিরুক। প্রশাসনের কাছে এই আবেদন করছি।”

বাতানল পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়ের বক্তব্য, কিছু মানুষ নিজেদের স্বার্থে এ সব করছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।পুলিশকে বলব যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”

Advertisement

Advertisement