বিবাদিবাগে মেট্রোরেলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়লো বাস ! ঘটনায় জখম মেট্রোরেলের তিন কর্মী

কলকাতা, ২৪ মে —  মেট্রোর নির্মানের কাজ চলছিল বিবাদিবাগের মোড়ে। চারিদিকে ঘেরা দিয়েই যথারীতি ইস্ট ওয়েস্ট মেট্রো রেল নির্মাণের কাজ এগোচ্ছিল। হঠাৎ সেখানে  ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস। বুধবার সকালে বিবাদী বাগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে। শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর যাওয়ার বাস ‘এস৩এ’ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মেট্রোরেলের কাজের জন্য ঘিরে রাখা এলাকায়। বাসের ধাক্কায় জখম হন মেট্রোর কাজে নিযুক্ত তিন কর্মী। তাঁদের এসএসকেএম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাটি ঘটে বিবাদী বাগের মোড়ে সকাল সাড়ে ছ’টা নাগাদ ।  সেই সময় বাসে বেশ কিছু যাত্রীও ছিলেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় সরকারি বাসের কাচ ফুঁড়ে ভিতরে ঢুকে এসেছে মেট্রো প্রকল্পের কাজের জন্য মাটিতে পুঁতে রাখা লোহার রড। ভেঙে গিয়েছে বাসের সামনের কাচও। বাসের যাত্রীদের অনেকেই এই ঘটনায় অল্পবিস্তর জখম হন বলে খবর। তবে তাঁদের আঘাত গুরুতর নয়।

বাসের ধাক্কায় গুরুতর জখম হন মেট্রো রেলের কাজে নিযুক্ত তিন জন। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় থানায়। হাসপাতাল সূত্রে জানা যায়, তিন মেট্রো-কর্মীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাসের চালককে জিজ্ঞাসাবাদ চলছে।