ফের ভাঙন কেসিআরের দলে, কংগ্রেসে যোগ দিলেন বিধান পরিষদের সদস্য

Written by Sunita Das October 7, 2023 4:30 pm

হায়দারাবাদ, ৭ অক্টোবর– বিধানসভা ভোটের আগে তেলঙ্গানায় আবার ভাঙন ধরল মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) দলে। শুক্রবার বিআরএসের বিধান পরিষদ সদস্য কাশীরেড্ডি নারায়ণ রেড্ডি কংগ্রেসে যোগ দিয়েছেন। দিল্লিতে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ‘হাত’ ধরেন তিনি।

নারায়ণের সঙ্গেই বিআরএসের প্রভাবশালী নেতা ঠাকুর বালাজি সিংহও শুক্রবার কয়েকশো অনুগামীকে নিয়ে কংগ্রেসে শামিল হন। অন্য দিকে, আদিলাবাদ অঞ্চলের প্রভাবশালী নেতা তথা খানাপুরের গত দু’বারের বিধায়ক অজমেরা রেখা শনিবার বিআরএস ছাড়ার কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, আগামী সপ্তাহে রাহুল গান্ধীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেবেন তিনি।

নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশ ভেঙে এক দশক আগে তৈরি হওয়া রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে পারে। সেখানে মুখ্যমন্ত্রী কেসিআর-এর বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। এই পরিস্থিতিতে গত দু’মাসে বিআরএস এবং বিজেপি ছেড়ে বেশ কিছু নেতা কংগ্রেসে শামিল হয়েছেন।