মণিপুরের সেই বিচারপতিকে কলকাতা হাই কোর্টে বদলির সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের

Written by Sunita Das October 12, 2023 6:25 pm

দিল্লি, ১২ অক্টোবর–পাঁচ মাস আগে এই বিচারপতিই মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘তফসিলি জনজাতি’ মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিলেন৷ যা ঘিরে কুকি জনজাতিদের বিক্ষোভ থেকে হিংসার সূত্রপাত হয়েছিল৷ মণিপুর হাই কোর্টের সেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এমভি মুরলীধরনকে এ বার বদলি করা হতে চলেছেন কলকাতা হাই কোর্টে৷ বিচারপতিদের নিয়োগ এবং বদলির দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে বিচারপতি মুরলীধরন মাদ্রাজ হাই কোর্টে বদলির আবেদন জানিয়েছিলেন৷ কিন্ত্ত তাঁকে পূর্ব ভারতেরই বৃহত্তম হাই কোর্টে বদলির সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূডে়র নেতৃত্বাধীন কলেজিয়াম৷
বিচারপতি মুরলীধরন মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল৷ এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে৷ গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে মণিপুরে অশান্তি শুরু হয়৷ মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জো-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় দু’শো জনের মৃতু্য হয়েছে৷ ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার৷ হিংসার সেই আবহেই এ বার ইম্ফল থেকে কলকাতায় আসছেন বিচারপতি মুরলীধরন৷