দিল্লি, ০২ মে – নাগরিকত্ব আইন নিয়ে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় ২০২০ সালে গ্রেফতার হয় ছাত্র নেতা আসিফ ইকবাল তনহা, নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতা। তাদের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। তাঁদের বিরুদ্ধে পুলিশ ইউএপিএ ধারায় মামলা রুজু করেছিল। তাঁদের জামিন মঞ্জুর করে দিল্লি হাই কোর্ট। দিল্লি হাই কোর্ট এই মামলার তদন্তে দিল্লি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে। আদালত পুলিশকে জানায়, পুলিশ জঙ্গি কার্যকলাপ এবং ছাত্রছাত্রীদের প্রতিবাদ এক করে দিয়েছে। এরপর দিল্লি পুলিশ জামিন বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেখানেও খারিজ হয়ে গেল তাদের আবেদন।
Advertisement
Advertisement



