চাকরি থেকে অবসর নেওয়ার পর আজও পেনশনের টাকা পাননি সুপ্রকাশ স্যার 

Written by SNS September 5, 2022 5:48 pm

 দক্ষিণ ২৪ পরগনা,৫ সেপ্টেম্বর —আমরা এতদিন শুনে এসেছি শিক্ষকই আমাদের জীবনে  জ্ঞানের আলো  জালান। কিন্তু আজ সেই শিক্ষকের জীবনে নেমে এসছে দারিদ্রতার অন্ধকার। রাজ্যজুড়ে প্রতিবছর শিক্ষক দিবস পালন করা হয় । জ্ঞানের আলো জ্বালিয়েছেন যাঁরা তাঁদের অনেকের ঘরেই আজ অন্ধকার। যেমন ডায়মন্ড হারবার হাইস্কুলের দর্শনের শিক্ষক সুপ্রকাশ ঘোষ মহাশয়ের পেনশন অধরা, সরকারি দফতরে হত্যে দিয়ে পড়ে থেকেও প্রাপ্য টাকা থেকে বঞ্চিত তিনি। মাস্টারমশাই জানিয়েছেন, ২০১৮ সালে স্কুল থেকে অবসর নিয়েছেন। সব নিয়ম মেনেই ১৫ মাস আগে পেনশনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু পেনশনের টাকা পাননি।অতীব কষ্টে সবার প্রিয় মাস্টেরমশাই আজ জীবন যাপন করছেন।দু বেলা ঠিক মতো খাবার টুকুও হয়তো ঠিক মতো জুটছে না ওনার। তার ওপর বৃদ্ধা স্ত্রী ও আর এক বৃদ্ধা সদস্যের চিকিৎসার খরচ জোটাতে পারছেন না। বার বার ছুটেছেন শিক্ষা দফতরে কিন্তু তার প্রাপ্য পেনশন থেকে এখনো বঞ্চিত তিনি।