• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

সিবিআইয়ের জেরার মুখে প্রেসিডেন্সি জেলের সুপার 

কলকাতা , ৯ জুন – নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করল সিবিআই।  জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়।  সূত্রের খবর, ইতিমধ্যেই সেখানে হাজিরা দিয়েছেন সুপার দেবাশিস চক্রবর্তী। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে। সূত্রের খবর, সিবিআই সুপারের কাছ

কলকাতা , ৯ জুন – নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করল সিবিআই।  জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়।  সূত্রের খবর, ইতিমধ্যেই সেখানে হাজিরা দিয়েছেন সুপার দেবাশিস চক্রবর্তী। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে। সূত্রের খবর, সিবিআই সুপারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। যেমন , চিঠি লেখার আগে তিনি কী বলে সুপারের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন কিংবা সেই চিঠি কার হাত দিয়ে তিনি পাঠিয়েছিলেন, এরকম একাধিক বিষয়ে তদন্তকারীরা সুপারের কাছ থেকে জানতে চান বলে মনে করা হচ্ছে।  এককথায় বলা যেতে পারে কুন্তলের চিঠিকাণ্ডে জেল সুপারের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি কুন্তল। এই জেলে বসেই চিঠি লেখেন কুন্তল। যেখানে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। ধৃত কুন্তল ঘোষ আদালতে যাওয়ার পথেও দাবি করেছিলেন, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। পাশাপাশি, কুন্তলের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা তাঁর উপর অত্যাচারও করেন। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমেই হেস্টিংস থানায় অভিযোগ করেছিলেন কুন্তল। বিতর্কিত এই চিঠির বিষয়ে তখন থেকে তদন্তকারীদের নজরদারির আওতায় ছিল জেল সুপারের ভূমিকা। নিয়মানুযায়ী জেলবন্দি ব্যক্তি জেল কর্তৃপক্ষের মাধ্যমেই লেখা চিঠি প্রকাশ্যে আনতে পারেন।