আসতে চলেছে সানি দেওলের দেশভাগ প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘লাহোর ১৯৪৭’।

Written by SNS October 4, 2023 11:58 am

মুম্বাই:- ব্লকবাস্টার গদর ২-এর পর বলিউডে অন্যতম তারকা সানি দেওল। তাঁর নতুন ছবি নিয়ে একাধিক জল্পনা উঠে এসেছে। কিন্তু আর কোনও গুঞ্জনের অবকাশ নেই। সূত্রের খবর, আবার একবার দেশভাগ প্রেক্ষাপটে তৈরি ছবির নায়ক সানি দেওল। রাজ কুমার সন্তোষির ‘লাহোর ১৯৪৭’ প্রযোজনার দায়িত্বে থাকছেন আমির। পরপর ব্যর্থতা ঘিরে ধরেছে অভিনেতা আমিরকে। লাল সিং চাড্ডার ব্যর্থতার পর বড়পর্দা থেকে খানিকটা দূরত্ব তৈরি করেছেন অভিনেতা। তবে প্রযোজক হিসাবে থেমে নেই আমির। সূত্রের খবর, জানা গিয়েছে, আমির খান প্রোডাকশনের তরফে এদিন আনুষ্ঠানিক বিবৃতি জারি করেন মিস্টার পারফেকশানিস্ট। আমিরের কথায়, তিনি আর আমির খান প্রোডাকশনের প্রত্যেক সদস্য দারুণ উত্তেজিত। আগামী ছবির নায়ক সানি দেওল, পরিচালনায় রাজ কুমার সন্তোষী। ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। ট্যালেন্টে ভরপুর সানির সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে। রাজ কুমার সন্তোষি তার প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম। কথা দিচ্ছেন, এই সফর শেষে দুর্দান্ত কিছু একটা উপহার দেবেন তিনি। ফ্যানেরা দারুণ উত্তেজিত এই ছবি ঘিরে। অনেকেই মনে করেন আশির দশকের দুই তারকা আজও বলিউডে কতখানি প্রাসঙ্গিক। জানা গিয়েছে, ছবির প্রেক্ষাপট নিয়ে কোনও তথ্য শেয়ার করেননি আমির। তবে জল্পনা খুশওয়ান্ত সিং-এর উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’-এর উপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। সানির কেরিয়ারের সবচেয়ে বড় হিট গদর এবং গদর ২। দুটি ছবিই ভারত-পাক প্রেক্ষাপটে তৈরি। এই ছবিরও কেন্দ্রেও দেশভাগ। ১৯৪৭ সালের লাহোর উঠে আসবে রাজ কুমার সন্তোষির ছবিতে। দেশের বক্স অফিসে ৫২৫ কোটি টাকার ব্যবসা করেছে গদর ২। বর্তমানে আয়ের নিরিখে হিন্দি বক্স অফিসে দ্বিতীয় এই ছবি। এক নম্বরে রয়েছে জওয়ান। গত বছর আমিরের ‘লাল সিং চড্ডা’ মুক্তি পেয়েছিল। ১৮০ কোটি বাজেটে তৈরি হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ১৩০ কোটির গণ্ডিও পার করতে পারেনি। সেই ব্যর্থতা ভুলে সানির হাত ধরে লাভের মুখ দেখতে চাইছেন প্রযোজক আমির খান।