কোন্ডাগাঁও, ৯ ডিসেম্বর – শৌচালয় অপরিষ্কার রাখার অপরাধে স্কুল পড়ুয়ার হাতে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ছত্তিশগড়ের এক স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। প্রায় ২৫ জন পড়ুয়ার হাতে গরম তেল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ছত্তিশগড়ের কোন্ডাগাঁওয়ের মাকাড়ি ব্লকে এই ঘটনা ঘটে. এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে প্রধানশিক্ষিকা-সহ তিন জন শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনার কথা জানাজানি হতেই ওই জেলেকে জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষিকাদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পাল্টা শিক্ষিকাদের দাবি, স্কুল পড়ুয়ারাই গরম তেল একে অপরের হাতে ঢেলে দিয়েছে।
Advertisement
Advertisement



