কলকাতা , ৩ জুলাই – পঞ্চায়েত নির্বাচনে শারীরিকভাবে অক্ষমদের পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে না। রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল উচ্চ আদালত। পঞ্চায়েত ভোটের পোলিং অফিসার হওয়ার ডাক পেয়েছিলেন যেসব সরকারি শিক্ষকরা, তাঁরা অভিযোগ করেছিলেন, এর আগেও লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোটে চিঠি পাঠানো হয় বিশেষ ভাবে সক্ষম সরকারি শিক্ষকদের। বিশেষভাবে সোলস হাওয়া সত্ত্বেও তাঁদের ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই অভিযোগ করেন রাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ। সোমবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, যাঁরা শারীরিক ভাবে অক্ষম, তাঁদের ভোটের পোলিং অফিসার হিসাবে ব্যবহার করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা করেছিল রাজ্যের শিক্ষানুরাগী যৌথ মঞ্চ। সোমবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বেঞ্চ কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছে, ‘‘এই ভোটের কাজে প্রতিবন্ধীদের পোলিং অফিসার হিসাবে নিয়োগ করা উচিত নয় কমিশনের।’’