• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

এক চড়েই ১০ লাখ !

চেন্নাই, ৮ সেপ্টেম্বর– ফের শিরোনামে স্ট্যালিন পুত্র উদয়নিধি । তবে এবার তিনি কোনো মন্তব্য করে খবরে নেই। তাঁকে চড় মারার খবরই শিরোনামে। সনাতন ধর্মকে অপমান করার ‘অপরাধে’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধিকে কষিয়ে চড় মারতে হবে। আর তাহলেই মিলবে নগদ ১০ লাখ পুরস্কার। প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা

চেন্নাই, ৮ সেপ্টেম্বর– ফের শিরোনামে স্ট্যালিন পুত্র উদয়নিধি । তবে এবার তিনি কোনো মন্তব্য করে খবরে নেই। তাঁকে চড় মারার খবরই শিরোনামে। সনাতন ধর্মকে অপমান করার ‘অপরাধে’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধিকে কষিয়ে চড় মারতে হবে। আর তাহলেই মিলবে নগদ ১০ লাখ পুরস্কার।

প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে এমন পোস্টার। একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রচারিত ওই পোস্টারে ‘চড় মারতে ইচ্ছুক’ ব্যক্তিদের যোগাযোগের জন্য মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। এর জেরে দাক্ষিণাত্যের রাজনীতিতে এবার অসহিষ্ণুতার আঁচ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

স্ট্যালিন মন্ত্রিসভার সদস্য তথা জনপ্রিয় তামিল অভিনেতা উদয়নিধি শনিবার চেন্নাইয়ে লেখকদের একটি অনুষ্ঠানে বলেন, “সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রথম কাজ হল বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় এবং সাম্যের বিরোধী।”

Advertisement

Advertisement