• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শুভেন্দুর মামলা হাইকোর্টে,পঞ্চায়েত নির্বাচন হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে  

কলকাতা ,১২ ডিসেম্বর — সামনেই পঞ্চায়েত ভোট।রাজ্যে জোর কদমে শুরু হয়ে গাছে তারই প্রস্তুতি।নির্বাচন কমিশন এখনও ভোটের তারিখ না জানালেও আগামী বছর গোড়ার দিকেই এই নির্বাচন করানোর চেষ্টা হচ্ছে বলে খবর সূত্রের।পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবার পঞ্চায়েত ভোটে সন্ত্রাস

কলকাতা ,১২ ডিসেম্বর — সামনেই পঞ্চায়েত ভোট।রাজ্যে জোর কদমে শুরু হয়ে গাছে তারই প্রস্তুতি।নির্বাচন কমিশন এখনও ভোটের তারিখ না জানালেও আগামী বছর গোড়ার দিকেই এই নির্বাচন করানোর চেষ্টা হচ্ছে বলে খবর সূত্রের।পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতবার পঞ্চায়েত ভোটে সন্ত্রাস চালিয়েছেন বিরোধীরা ,এই অভিযোগ তুলেই হাইকোর্টের মামলা করলেন শুভেন্দু অধিকারী।  তাঁদের অভিযোগ ছিল, শাসক দল পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস চালিয়েছে। ভোটলুঠ করেছে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

 সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। তবে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদিন সময় দেওয়ার আবেদন করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালে এই মামলার শুনানি হবে।

Advertisement

Advertisement