দিল্লি, ১১ অক্টোবর– এখন কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে সরগরম রাজনীতি। সেই ভোটে লড়ছেন শশী তারুর। প্রচারে আগামীকাল কলকাতায় আসছেন শশী তারুর । ইতিমধ্যে ঘুরে গিয়েছেন আর এক প্রার্থী মল্লিকার্জুন খাড়্গে ।
গতকাল প্রদেশ কংগ্রেসের কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ৮০ বছরের খাড়্গে কথা দেন, তিনি সভাপতি নির্বাচিত হলে দলের সমস্ত কমিটিতে অর্ধেক পদে ৫০ এর কম বয়সিদের নেবেন।তবে রাজ্য সফরে বেরিয়ে তিনি কথা দিচ্ছেন, সভাপতির ভার পেলে তুলনামূলকভাবে কম বয়সিদের কমিটিতে নেবেন।
Advertisement
এ বছর মার্চে উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরেই সিদ্ধান্ত হয়েছিল দলকে চাঙা করতে নেতৃত্বে কম বয়সিদের প্রাধান্য দেওয়া হবে। সিদ্ধান্ত হয় এক ব্যক্তি এক পদ নিয়েও।
Advertisement
আগামীকাল আসবেন শশী তারুর। শশী মূলত দলে গণতান্ত্রিক পরিমণ্ডল ফেরানোর কথাই বলছেন। তবে রাজ্য সফরে তিনি খুব একটা সাড়া পাচ্ছেন না। খুবই অস্বস্তিকর পরিস্থিতি দেখা দেয় তামিলনাড়ুতে। সেখানে প্রদেশ কংগ্রেসের ৭০০ প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১২ জন। কাল কলকাতায় বাংলার ৫৪৬ প্রতিনিধির মধ্যে তারুরের ডাকে কতজন উপস্থিত থাকেন সেটাই দেখার। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাজ্য সভাপতি অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিদের চিঠি দিয়েছেন দুই প্রার্থীর প্রচারে উপস্থিত থাকতে।
Advertisement



