কলকাতা, ২ সেপ্টেম্বর-– বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর দীর্ঘ ১৪ বছর পর আবার ফিরছেন বাংলা চলচ্চিত্রে। এই বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘অপুর সংসার’–এর মধ্য দিয়ে।
শর্মিলা ঠাকুর অবশ্য বিয়ের পর মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবুও তাঁর স্মৃতিপটে এখনো সেরা শহর হিসেবে ভাসছে কলকাতা। তাই তো মাঝেমধ্যেই কলকাতায় ছুটে আসেন এই ৭৮ বয়সী প্রবীণ অভিনেত্রী। ১৪ বছর বাংলা চলচ্চিত্র থেকে দূরে থাকার পর এবার তিনি সম্মত হলেন বাংলা ছবিতে অভিনয় করার জন্য। ছবির নাম ‘পুরাতন’। ছবির পরিচালক সুমন ঘোষ, প্রযোজক টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০০৯ সালে সর্বশেষ বাংলা ছবি ‘অন্তহীন’–এ অভিনয় করেছিলেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



