মহাদেব চালিয়ে ১৫ হাজার কোটি আয় সাহিল খানের!

Written by Sunita Das November 14, 2023 4:12 pm

মুম্বই: মহাদেব বেটিং অ্যাপ মামলায় গত কয়েকদিনে বলিউডের তাবড়-তাবড় শিল্পীর নাম উঠে এসেছে৷ এবার তাতে নাম জড়াল ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খানের৷ সাহিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ মহাদেব বেটিং অ্যাপের জন্য প্রতারণা এবং জুয়ার বিভিন্ন ধারায় ৩১ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে মুম্বই পুলিশ৷ ২৬ নম্বরে রয়েছে সাহিল খানের নাম৷ সাহিল খানের বিরুদ্ধে মহাদেব অ্যাপের প্রচার থেকে বিপুল মুনাফা করার অভিযোগ রয়েছে৷ মুম্বই-ভিত্তিক সামাজিক কর্মী প্রকাশ ব্যাঙ্কারের দায়ের করা অভিযোগের পরে সাহিলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ তিনি অভিনেতার বিরুদ্ধে বেটিং অ্যাপের মাধ্যমে ১৫ হাজার কোটির বেশি রোজগারের অভিযোগ এনেছেন৷মাটুঙ্গা পুলিশ আইপিসির ধারা ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১২০(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে৷
পুলিশের মতে, ফিটনেস প্রশিক্ষক এবং অভিনেতা সাহিল খান তারকাদের আমন্ত্রণ জানাত এবং অ্যাপটির প্রচারের জন্য পার্টি আয়োজনের ব্যবস্থা করত৷ এবং সেই তারকাদের ছবিও ব্যবহার করত৷ বর্তমানে অ্যাপ অপারেটর হিসেবে সাহিল খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ এর বাইরে খিলাডি় নামে একটি বেটিং অ্যাপ চালানোর জন্যও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ দুবাইয়ে এই বেটিং অ্যাপের পার্টিতেও দেখা গিয়েছিল তাঁকে৷
তবে শুধু অভিনেতারাই নন৷ এই দূর্নীতি থেকে মুক্ত নয় রাজনীতিক মহলও৷ সম্প্রতি এই বেটিং অ্যাপ দুর্নীতি কাণ্ডে নাম জডি়য়েছে ছত্তিশগডে়র মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের৷ সম্প্রতি ইডির তরফে দাবি করা হয়, ছত্তিশগডে়র মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা৷ জানা গিয়েছে, এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ গত তিন, চার মাসে এই নিয়ে ইডি চতুর্থ জনকে গ্রেফতার করল এই মামলায়৷ এখনও পর্যন্ত ৪৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি৷