হন্যে হয়ে এদের খঁুজেছে

Written by Sunita Das December 12, 2023 4:50 pm

করোনা কালে গোটা বিশ্বের মতোই স্তব্ধ হতে দেখা গিয়েছিল সিনেমা জগতকেও৷ কিন্ত করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় বক্স অফিস৷ নির্মাণ হয়েছে দারুণ সব চলচ্চিত্র৷ হিট, সুপারহিট মিলিয়ে এ বছর বলিউডসহ দক্ষিণের সব ইন্ডাস্ট্রি ছিল একেবারেই চাঙ্গা৷ তবে আর যাই বন্ধ থাকুক না কেন সেলেবদের নিয়ে অনুরাগীদের কৌতূহলে কিন্তু ভাটা পড়ে না৷ সেই ধারাকে বজায় রেখে চলতি বছর অর্থাৎ ২০২৩ এ ভারতীয় সিনেমা ও তারকারাও ছিলেন আলোচনা ও অনুসন্ধানের শীর্ষে৷
বছর শেষে ২০২৩ সালের সার্চ (অনুসন্ধান) তালিকার সেরাদের নাম প্রকাশ করেছে গুগল৷ বছরের সেরা ট্রেন্ডিং সার্চের বার্ষিক তালিকায় বছরের সেরা ১০টি সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্রের মধ্যে তিনটি ভারতীয় চলচ্চিত্র রয়েছে, যেখানে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’ রয়েছে৷ অপরদিকে কিয়ারা আদভানি বছরের সবচেয়ে বেশি অনুসন্ধান করা অভিনয়শিল্পীদের মধ্যে একজন৷ ২০২৩ সালে ভারতীয় অভিনয় শিল্পীদের মধ্যে সার্চ তালিকায় শীর্ষে রয়েছেন কিয়ারা আদভানি৷ বিশ্বব্যাপী অনুসন্ধান তালিকায় বেশ কয়েকটি ভারতীয় তারকা ও সিনেমার নাম জায়গা পেয়েছে৷ বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা অভিনেতাদের মধ্যে কিয়ারা আদভানি নবম স্থানে রয়েছেন৷ এমনকি ভারতীয়দের মধ্যে এই অভিনেত্রীকে এ বছর সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে৷
বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন হলিউড অভিনেতা ও মার্ভেল তারকা জেরেমি রেনার৷ এ বছরের শুরুতে বরফ পরিষ্কার করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জেরেমি৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তরুণ অভিনেত্রী জেনা ওর্তেগা৷ তার অভিনীত ‘ওয়েডনেসডে’ সর্বাধিক আলোচনায় ছিল৷
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জাপানি অভিনেতা ইচিকাওয়া এননোসুকে আইভি৷ নিজের বাবা-মাকে আত্মহত্যায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই অভিনেতা৷ সর্বাধিক অনুসন্ধান করা তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা ডেনি ম্যাটারসন৷ দুটি ধর্ষণের মামলায় ৩০ বছরের কারাদণ্ডে দন্ডিত হয়েছেন এই অভিনেতা৷ বছরজুড়ে ছিলেন তুমুল আলোচনায়৷ পঞ্চম স্থানে রয়েছেন হলিউড অভিনেতা পেড্রো পাসকেল৷ তার অভিনীত ‘দ্য লাস্ট অফ আস’ এ বছর সবচেয়ে আলোচিত ও সফল সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে দর্শকমনে৷ ষষ্ঠ স্থানে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা জেমি ফক্স৷ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ তালিকার সপ্তম স্থানে রয়েছে বেন্ডন ফ্রেসার৷ বড় পর্দা থেকে একরকম হারিয়েই গিয়েছিলেন অভিনেতা৷ তবে গত বছর দ্য হুয়াল-এ দুর্দান্ত অভিনয় করে অস্কার জয় করেন এই অভিনেতা৷ এরপর থেকেই তুমুল আলোচনায় তিনি৷ তালিকার অষ্টম স্থানে রয়েছেন রাসেল ব্রান্ড৷ চারজন নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই অভিনেতা৷
সর্বাধিক অনুসন্ধান করা তালিকার নবম স্থানে রয়েছেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি৷ বছরের শুরুতেই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন কিয়ারা৷ এ ছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনে নতুন মুখ হয়েছেন তিনি৷ সরিয়েছেন ক্যাটরিনা কাইফকে৷ চলতি বছর ‘সত্যপ্রেম কি কথা’তে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে৷ এই তালিকার দশম স্থানে রয়েছেন আলোচিত কমেডিয়ান ম্যাট রাইফ৷ একের পর এক বিতর্কিত মন্তব্য ও কৌতুকের কারণে এ বছর কাজ থেকে বাদ দেওয়া হয় তাকে৷এ দিকে বছরজুড়ে অনুসন্ধান করা সিনেমার তালিকায় জায়গা পেয়েছে ভারতের তিনটি চলচ্চিত্র৷ তালিকার প্রথমস্থানে রয়েছে বছরের সেরা আয়কারী চলচ্চিত্র বার্বি৷ দ্বিতীয় স্থানে ওপেনহাইমার৷ তৃতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের জওয়ান৷ চতুর্থ স্থানে সাউন্ড অব ফ্রিডম৷ পঞ্চম স্থানে রয়েছে কিয়ানু রিভসের ‘জন উইক চ্যাপ্টার ৪৷’ অনুসন্ধানে ষষ্ঠ স্থানে রয়েছে অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার৷ সপ্তম স্থানে রয়েছে এভরিথিং এভরিহয়্যার অল এট ওয়ান্স৷ সর্বাধিক অনুসন্ধানের তালিকায় অষ্টম স্থানে রয়েছে গাদার ২৷ নবম স্থানে রয়েছে ক্রিড ৩ এবং দশম স্থানে রয়েছে শাহরুখ খানের পাঠান৷